আদালতে হাজিরা শেষে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)`র ৮ নারী সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (পৃথক দুটি আদালত) আদালতে তাদের হাজির করে পুলিশ। হাজিরা শেষে আদালতের বিচারক নজরুল ইসলাম ও শরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২৬ অক্টোবর পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করা হয়েছে। এরা হলেন- সলঙ্গা থানার বাদুল্লার গ্রামের নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের হাবিবা আক্তার মিশু (১৮), গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের রুমানা বেগম (১৯), বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের রুমানা আক্তার রুমা (২১)।এছাড়া কাজিপুর উপজেলার পশ্চিম বড়ইতলা গ্রামের আবু সাঈদের স্ত্রী ফুলেরা বেগম (৪৫), তার দুই মেয়ে শাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম (৩৫)। এর আগে গত ২৩ জুলাই সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লা এবং ৫ সেপ্টেম্বর কাজিপুর উপজেলার বড়ইতলী গ্রাম থেকে তাদের আটক করে সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরাঞ্জাম, জিহাদি বই, কম্পিউটারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করে পুলিশ। এই মামলায় বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হয়। এসএস/এবিএস