দেশজুড়ে

সিরাজগঞ্জে দুই নারীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ও কালিয়া হরিপুর থেকে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের বানিয়াগাঁতী গ্রামের আনিছুর রহমানের মেয়ে শারমিন খাতুন (১৯) ও ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পশ্চিমপাড়ার আরিফুল ইসলামের স্ত্রী আশা খাতুন (২৮)।সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম-২ জানান, কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পশ্চিমপাড়া গ্রামে আরিফুলের বাড়িতে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এদিকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, গত কয়েকদিন আগে শ্বশুরবাড়ী থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে শারমিন। বুধবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে বাবা-মার উপর অভিমান করে আত্মহত্যা করে সে। দুটি ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার এ দুই উপপরিদর্শক। এফএ/আরআইপি