দেশজুড়ে

গাইবান্ধায় ২ ট্রাকে আগুন

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় পণ্যবাহী দুটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে ট্রাক দুটির সামনের অংশ পুড়ে গেলেও কেউ আহত হননি।রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার মহেশপুর ব্র্যাক মোড়ে শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রংপুর থেকে ভুট্টা নিয়ে দুটি ট্রাক বগুড়া যাচ্ছিল। সকালে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার মহেশপুর ব্র্যাক মোড় এলাকায় পৌঁছালে ট্রাক দুটি অবরোধকারীদের কবলে পড়ে। এ সময় তারা ট্রাক দুটি থামিয়ে ড্রাইভার-হেলপারকে নামিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাক দুটির সামনের অংশ (কেবিন) আগুনে পুড়ে যায়।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভাব হয়েছে। আগুনে ট্রাক দুটি ক্ষতিগ্রস্ত হলেও মালামাল অক্ষত রয়েছে বলেও জানান ওসি।এআরএস/আরআইপি