ঝিনাইদহে ১০ টাকা কেজি চালের কার্ডের বরাদ্দে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকার চেয়ারম্যান নিজের ক্ষমতার জোরে পছন্দনীয় ব্যক্তিদের নামে কার্ডের বরাদ্দ দিয়েছেন। কুমড়াবাড়িয়া ইউনিয়নের ৮ জন নির্বাচিত ইউপি সদস্য এক লিখিত অভিযোগে এসব তথ্য জানান।কুমড়াবাড়িয়া ইউনিয়নের মেম্বার আনোয়ার হোসেন, আকতার আলী, মনিরুজ্জামান টোকন, কলিমুদ্দীন, ছালিমা খাতুন, নজরুল ইসলাম, মকলেচুর রহমান ও আমজাদ হোসেন স্বাক্ষরিত ঝিনাইদহ জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ লিখিত অভিযোগ করেন।অভিযোগপত্রে জানা যায়, চেয়ারম্যান আশরাফুল ইসলাম নিজের খেয়ালখুশি মতো কাজ করছেন। কুমড়াবাড়িয়া গ্রামের শরিফুল ইসলাম ও তার মেয়ে রুখসানাকে ১০ টাকা কেজির কার্ড দিয়েছেন চেয়ারম্যান। অথচ তারা আর্থিক ভাবে স্বচ্ছল। এছাড়া নগরবাথান এমএ খালেক কলেজের প্রভাষক জামির হোসেন ও ডেফলবাড়িয়া স্কুলের শিক্ষক জাহিদকে ১০ টাকা কেজির কার্ড দেয়া হয়েছে। কুমড়াবাড়িয়া গ্রামের ধনাঢ্য ব্যক্তি জামাল মিস্ত্রিকেও কার্ড দেয়া হয়েছে। চেয়ারম্যানের সর্বক্ষণ সঙ্গে থাকা কাসেম ও আনোয়ারের পরিবারে একাধিক ১০ টাকা কেজির কার্ড দেয়া হয়েছে।এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মেম্বাররা অভিযোগ দিলে আমি তাদের মধ্যে সমন্বয় করে দিয়েছি। আশা করছি ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।আহমেদ নাসিম অনসারী/এফএ/পিআর