সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। এসময় ৪টি গরুরও মৃত্যু হয়েছে।শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল দাখিয়া ও বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের খোকশাবাড়ী এলাকায় এ পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। নিহত আব্দুল লতিফ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার নান্দালিয়া গ্রামের হারেজ আলীর ছেলে ও দিনমজুর আব্দুস সালাম (৫০) সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চর ছোনগাছা গ্রামের মৃত হামিদ মন্ডলের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, ঠাকুরগাঁও থেকে কিশোরগঞ্জগামী গরু বোঝাই ট্রাকটি রায়গঞ্জ উপজেলার ষোলমাইল দাখিয়া এলাকায় পৌঁছলে চালকের অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী আব্দুল লতিফ নিহত ও ট্রাকে থাকা আরো অন্তত ৫ জন আহত হন। এসময় ৫টি গরুরও মৃত্যু হয়।পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের মরদেহ ও ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। অপরদিকে, ছোনাগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন কিরণ জানান, আব্দুস সালাম শহরের পুজামন্ডপে কাজ করে সন্ধ্যার দিকে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের খোকশাবাড়ী ইটের ভাটা এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি সিএনজি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত সালামকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।এফএ/পিআর