জয়পুরহাটের কালাই উপজেলার বলিগ্রামে পূজা মণ্ডবে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে রনি মিয়া (২০) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাইকালী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, শারদীয় দুর্গোৎসবের জন্য ইলেক্ট্রিক মিস্ত্রি রনী বলীগ্রামের একটি পূজা মণ্ডবে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। এসময় হঠাৎ করে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। কিন্তু রনী তা বুঝতে না পেরে সেই তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।রাশেদুজ্জামান/এআরএ/এমএস