রাজধানীর বাড্ডা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রক আইনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলীকে (ফালু) তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। শনিবার পুলিশ ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গত ২ ফেব্রুয়ারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে মোসাদ্দেক আলীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার দুপুরে তাঁকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁর গুলশানের কার্যালয় থেকে বের হওয়ার পরপরই মোসাদ্দেক আলীকে আটক করে পুলিশ।আরএস/পিআর