দেশজুড়ে

পাংশায় ভ্যান চালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় মো. রতন শেখ (১৯) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সরিষা ইউনিয়নের বড় বনগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।রতন সরিষা ইউনিয়নের সাজুরিয়া গ্রামের রস্তম আলী শেখের ছেলে।পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল এর সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় রতনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ খবর পেয়ে সকালে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের সুরহাতাল প্রতিবেদন শেষে নিশ্চিত করে বলা যাবে কিভাবে হত্যা করা হয়েছে রতনকে? এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।রুবেলুর রহমান/এসএস/এমএস