বিএনপি`র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধের মধ্যে রোববার সকাল-সন্ধ্যা জামায়াতের অঙ্গ সংগঠন শিবিরের ডাকা হরতালকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রতিকর পরিস্থিতির এড়াতে আবারো রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সন্ধ্যা থেকে রাজধানীতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। শনিবার সন্ধ্যা থেকে রোববর ভোর ৬টা পর্যন্ত তারা রাজধানীর ভিবিন্ন এলাকায় টহল দিবেন।রাজধানীতে নাশকতামূলক ও ভীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি করতে না পারে, সেজন্য জনগণের জানমাল রক্ষায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।জেইউ/আরএস/পিআর