দেশজুড়ে

ঝালকাঠিতে অটো শ্রমিকদের ধর্মঘট স্থগিত

ঝালকাঠি শহর পুলিশ পরিদর্শক (টিআই) বিদ্যুৎ ও সার্জেন্ট হাবিবের অপসারণসহ ৬ দফা দাবিতে অটোবাইক শ্রমিকরা ধর্মঘট পালন করেছে। শনিবার সকাল থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট শুরু হয়। পরে বেলা ১১ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির শ্রমিকদের কার্যালয়ে এসে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এতে অটোবাইক শ্রমিকরা আশ্বস্ত হয়ে ধর্মঘট স্থগিত করেন।ঝালকাঠি জেলা অটোবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদ খান বলেন, ৬৪ জেলার কোথাও অটো শ্রমিকদের নির্দিষ্ট পোশাক নেই। অটো চালকদের মোবাইল ছিনিয়ে নেয়া, মারধর করা, পুলিশ সুপারের নাম ভাঙিয়ে অটোচালকদের কাছ থেকে ১২-১৫ হাজার টাকা আদায়, ড্রাইভিং লাইসেন্সের অজুহাতে মামলা দিয়ে হয়রানি, শহর পুলিশ পরিদর্শক (টিআই) বিদ্যুৎ ও সার্জেন্ট হাবিবের অপসারণ, নতুন গাড়ির লাইসেন্স ও পুরাতন লাইসেন্স নবায়ন করার দাবিতে বুধবার সন্ধ্যায় ফায়ারসার্ভিস মোড়স্থ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ডাক দেয়া হয়। সকাল থেকে ধর্মঘট পালন শুরু করলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির সংগঠনের কার্যালয়ে ১১ টায় এসে উপস্থিত হন। তিনি সকল দাবির কথা শুনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে এবং শারদীয় দুর্গাপূজা ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপির ঝালকাঠিতে উপস্থিতির কথা চিন্তা করে ধর্মঘট স্থগিত করা হয়। দাবি আদায় না হলে পরবর্তীতে লাগাতার ধর্মঘটসহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি। আতিকুর রহমান/এসএস/এবিএস