জাতীয়

বঙ্গবাজারে ককটেল বিস্ফোরণে ২ পুলিশ আহত

রাজধানীর বঙ্গবাজারে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে ২ দুর্বৃত্ত আহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গবাজার ইউনূস টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- আব্দুর রহমান (৩০) ও মোমিন মামুন (৩৫)। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের জৈষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান। তিনি জানান, কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল ছুঁড়ে পালানোর চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় স্থানীয় জনতা তাদের গণধোলাই দেয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।জেইউ/আরএস/আরআই