সরকার ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মধ্যে কার্যকরী সংলাপই বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তোরণে এক মাত্র উপায় বলে মত দিয়েছেন বিবিসি সংলাপে অংশগ্রহণ করা বেশিভাগ আলোচক। শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বিবিসি বাংলা সংলাপের ১০৩ তম পর্বে তারা এ মত দেন।সংলাপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বিএনপির চেয়ারপরসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, অ্যাকশন এইড এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির সভাপতি হোসেন খালেদ।বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তোরণের কি কোন পথই খোলা নেই? ধানমণ্ডির রুনা নজরুলের করা এমন প্রশ্নের উত্তরে তিন আলোচক সংলাপের মাধ্যমে সমাধানে তাগিদ দিলেও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম তা নাকচ করে দেন। তিনি বলেন, চলমান সহিংস অন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করলে, সংলাপ হবে কিনা তা বিবেচনা করা হবে।ওয়ালিউর রহমান মিরাজের প্রয়োজনায় সংলাপের উপস্থাপনা করেন আকরব হোসেন।এসআই/এএইচ/আরআই