দেশজুড়ে

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘুলী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বাবর হোসেন নামে স্থানীয় যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি পশ্চিম দিঘুলী গ্রামের মফিজুর রহমানের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে।স্থানীয়রা জানায়, বাবর দুর্গাপুর গ্রামের রহিমের ঘরে বসে কথা বলার সময় জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা রাজনৈতিক ও প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে সন্ত্রাসীরা হত্যা করতে পারে। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় দাসেরহাট ফাঁড়ি পুলিশের এসআই আবদুর রহিম জানায়, প্রেম সংক্রান্ত বিরোধে তাকে খুন করা হতে পারে বলে পুলিশের ধারণা।এমএএস/আরআই