বিনোদন

কলকাতা বিশ্ববিদ্যালয়ে গাইবেন অর্ণব

প্রথমবারের মতো ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের হলে গান গাইবেন অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। তবে দলের দুই সদস্য (পান্থ কানাই ও বুনো) ভিসা না পাওয়ায় শনিবার রাতে বাকিদের নিয়ে কলকাতায় রওনা হন অর্ণব। আজ কলকাতায় স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিটে কনসার্টটি অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে অর্ণব জানান, `ব্যান্ড ম্যানেজার মারুফ,পারকেশন বাদক মিথুন এবং আমি রওনা হচ্ছি। ভিসা না পাওয়ায় অন্যরা যেতে পারছে না। তাদের জন্য খারাপ লাগছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হলে প্রথমবার গান পরিবেশন করব। কনসার্ট শেষে ১০ ফেব্রুয়ারি দেশে ফেরার ইচ্ছা আছে।` উল্লেখ্য, ২০০৯ সালে কয়েকজন বন্ধু সঙ্গীতশিল্পীকে নিয়ে অর্ণব গঠন করেন `অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস`। আর সেই সময়ই ব্যান্ডটি প্রকাশ করে তাদের প্রথম অ্যালবাম `অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ`। এই অ্যালবামের ভিন্ন মাত্রার গান ও সঙ্গীতায়োজন শ্রোতা মহলে সমাদৃত হয়। বর্তমানে ব্যান্ডটি তাদের দ্বিতীয় অ্যালবামের কাজ করছে। অ্যালবামের কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন অর্ণব। নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে `অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস-টু`। জানা গেছে, খুব শিগগিরই শ্রোতারা এই অ্যালবামটি হাতে পাবে।এইচএন/এমএস