দেশজুড়ে

টাঙ্গাইলে দুই জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বন্দুকযুদ্ধে নিহত দুই জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।এর আগে শনিবার রাতে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর পক্ষ থেকে পাঠানো ক্ষুদে বার্তায় জানান, নিহতরা রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফ গ্রামের জোনায়েদ হোসেনের ছেলে সাগর হোসেন (২২) ও একই উপজেলার নিমপাড়া গ্রামের লতিফুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৫)।উল্লেখ্য, টাঙ্গাইল পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের কাগমারা মির্জা মাঠ এলাকার আজাহার মাস্টারের তিনতলা ভবনের নিচ তলায় জঙ্গি আস্তানা গড়ে ওঠার গোপন খবর পায় টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩। এ খবরের ভিত্তিতে গত তিনদিন ধরে এই বাড়িটির ওপর গোয়েন্দা নজরদারি শুরু করেন র‌্যাব সদস্যরা। পরে এ জঙ্গি বাহিনীকে আটকের জন্য শনিবার সকালে র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে র‌্যাবের একটি দল বাড়িটি ঘিরে ফেলে। এসময় বাড়ির মালিক আজাহার মাস্টারকে দিয়ে জঙ্গিদের দরজা খুলতে বলেন। মালিকের কণ্ঠ শুনে জঙ্গিরা দরজা খোলার সঙ্গে সঙ্গে পরিচালিত অভিযানের কোম্পানি কমান্ডারসহ কয়েকজন ঘরটিতে ঢুকে পড়েন। এসময় জঙ্গিদের এক সদস্য র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে থাকা দুই জঙ্গি নিহত হয়। এরপর দুপুরে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল নিয়ে ভবনটিতে উদ্ধার তৎপরতা চালায় র‌্যাব। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, ১০টি চাপাতি ও দুটি ল্যাপটপসহ ৬৬ হাজার ৯৮৫ টাকা উদ্ধার হয়। তবে অভিযান চলাকালে নিহত জঙ্গিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি