পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইন ২০১৬ বাতিল এবং বান্দরবানের বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে বৃহস্পতিবার ও রোববার ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে অধিকার আদায়ে আন্দোলনরত ৫ বাঙালি সংগঠন।রোববার ঢাকায় ৫ সংগঠনের জরুরি সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।কর্মসূচি অনুযায়ী, ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা এবং ১৬ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরত পাঁচ বাঙালি সংগঠনের আহ্বায়ক ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ আলকাছ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গত ০৬ অক্টোবর জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০১৬ পাস করায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন।সভায় নেতৃবৃন্দ বলেন, এই বিতর্কিত আইন পার্বত্য চট্টগ্রামে বাঙালি এবং উপজাতিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। ইতোমধ্যে দ্বন্দ্ব সংঘাতের সম্ভাবনাদেখা দিয়েছে।মুজিবুর রহমান ভুইয়া/এএম