`গত বছর মে মাসের দিকে ৩৩ শতাংশ জমিতে ২০০টি বেদানা চারাগাছ রোপণ করি। এতে খরচ হয় প্রায় ৬০ হাজার টাকা। বর্তমানে প্রতি কেজি বেদানা ১৩০ টাকা দরে বিক্রি করে এ পর্যন্ত আয় হয়েছে প্রায় ৯৫ হাজার টাকা।বর্তমানে বাগানে প্রচুর পরিমাণে বেদানা রয়েছে যা বিক্রি করে আরো লাভবান হবেন বলে জানান কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে শাহজাহান আলী।`তিনি আরো জানান, বাজারে বেদানা কিনতে গেলে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি চায় । এ কারণে নিজের জমিতে বেদানা চাষ করা যায় কিনা এটা নিয়ে ভাবতে থাকি। একদিন স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করলে কৃষি কর্মকর্তারা বেদানা চাষে উৎসাহ দেন ও সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। তিনি আরো জানান, বেদানা চাষে তেমন কোনো খরচ হয় না। নিয়মিত জমিতে পরিচর্যা করলে গাছ ভাল থাকে। আমার বাগান দেখার জন্য প্রতিদিন প্রচুর মানুষ আসছে। আর সফলতা দেখে গ্রামের অনেকেই এখন বেদানা চাষ করতে আগ্রহ প্রকাশ করছেন।এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন বলেন, কোটচাঁদপুরের মাটি বেদানা চাষের উপযোগী হওয়ায় আমরা চাষীদের বেদানা চাষে উদ্বুদ্ধ করেছি। বেদানা চাষে অল্প পুঁজি বিনিয়োগ করে অধিক লাভবান হওয়া যায়। অনেক কৃষক অফিসে এসে আমাদের সঙ্গে যোগাযোগও করছেন। ভবিষ্যতে এ অঞ্চলে আরো বেশি বেশি বেদানা চাষ হবে বলেও তিনি আশা করেন। আহমেদ নাসিম আনসারী/এসএস/এবিএস