টাঙ্গাইলে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহতের ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে র্যাবের ডিএডি মাহবুবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে টাঙ্গাইল মডেল থানায় মামলাটি করেন।টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে টাঙ্গাইল মডেল থানায় নিহত দুই জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন-২০০৯ এ একটি মামলা হয়েছে। নিহত জঙ্গিদের মরদেহ টাঙ্গাইল মেডিকেল হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নিহতদের পরিবারের কেউ মরদেহের জন্য যোগাযোগ করেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মরদেহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, টাঙ্গাইল পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের মির্জা মাঠ এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আজহারুল ইসলামের তিনতলা ভবনের নিচতলার দুটি কক্ষ গত ২৭ সেপ্টেম্বর ভাড়া নেয় নিহত দুই নব্য জঙ্গি সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে এ ভবনে র্যাবের অভিযান চলাকালে গত ৮ অক্টোবর শনিবার বেলা পৌনে ১১টায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় দুই জঙ্গি সদস্য। এ ভবনে প্রায় ৩ ঘণ্টা অভিযান চালায় র্যাব।এ সময় নিহত জঙ্গি সদস্যদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, দশটি চাপাতি, দুইটি ছোরা, দুইটি ল্যাপটপসহ ৬৬ হাজার ৯৮৫ টাকা উদ্ধার করা হয়। একই রাতে এ ঘটনায় নিহত জঙ্গিদের পরিচয় নিশ্চিত করে র্যাব। এ ঘটনায় নিহতরা হলেন-রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফ গ্রামের জোনায়েদ হোসেনের ছেলে সাগর হোসেন (২২) ও একই জেলা ও উপজেলার নিমপাড়া গ্রামের লতিফুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৫)। আরিফ উর রহমান টগর/এসএস/এবিএস