দেশজুড়ে

বেগমগঞ্জে ১০ মামলার পলাতক আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে ১০ মামলার পলাতক আসামি কবির বাহিনীর প্রধান কবির হোসেন ওরফে ছালেহ কবির ওরফে রুবেলকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১১। রোববার রাত সাড়ে ৪টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুজায়েতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল বেগমগঞ্জ উপজেলার সুজায়েতপুর (হাজীবাড়ি) গ্রামের নুরুন নবীর ছেলে।র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার রাত সাড়ে ৪টার সময় র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে এক দল সদস্য ওই বাড়িতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রুবেল র‌্যাবকে জানায়, তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল এবং তার বিরদ্ধে দ্রুত বিচারসহ ১০টি মামলা রয়েছে।মিজানুর রহমান/এসএস/এবিএস