দেশজুড়ে

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দ বস্তা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন (২৩) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।শামীম হোসেন উত্তর সৈয়দ বস্তা গ্রামের মৃত মোতালেব ভূইয়ার ছেলে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শামীম দীর্ঘদিন যাবত ইলেকট্রিশিয়ান হিসেবে গ্রামে কাজ করেন। সোমবার পাশের বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত হয়।পরে তাকে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।ছগির হোসেন/এসএস/এবিএস