খেলাধুলা

বাংলাদেশের স্বপ্নভঙ্গ, মালয়েশিয়ার জয়

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৩-২ গোলে জয় পেল মালয়েশিয়া।খেলার প্রথমার্ধে ৩১ মিনিটে মালয়েশিয়ার অধিনায়ক নাজিরুল নাঈমের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফ্রি-কিক থেকে অসাধারণ এই গোলটি করেন নাজিরুল।এর দশ মিনিট পরে (ম্যাচের ৪০ মিনিট) বাংলাদেশের ডিফেন্সের ফাঁক গলে আর গোলরক্ষক সোহেলকে ফাঁকি দিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন কুমারন।৪৯ মিনিটে রায়হান হাসানের থ্রো থেকে হেড দিয়ে বল জালে জড়ানোর চেষ্টা করেন নাসির হোসেন। কিন্তু সেটা ফিরিয়ে দেন মালয়েশিয়ার গোলরক্ষক। এরপর শট দিয়ে বল জালে জড়ান বাংলাদেশের সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।এরপর ৫৫ মিনিটে মামুনুলের কর্নার-কিক থেকে ইয়াসিন খান হেড দিয়ে গোল করেন। আর তাতে সমতায় ফেরে বাংলাদেশ।শেষ মুহুর্তে বাংলাদেশের সর্বনাশটি করে দিলেন মলয়েশিয়ার ফরোয়ার্ড মোহাম্মদ ফাইজাত। খেলার (৯০+২) মিনিটে কর্নার কিক থেকে ভেসে আসা বলে অসাধারণ এক হেডে বাংলাদেশের জালে বল জড়িয়ে দিলেন তিনি। ফাইজাতের এই গোলেই স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের।বাংলাদেশের হয়ে খেলেন শহীদুল সোহেল (গোলরক্ষক), রায়হান হাসান, ইয়াসিন খান, নাসির, ইয়ামিন মুন্না, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সোহেল রানা, জাহিদ হোসেন ও জাহিদ হাসান এমিলি।আরআই