নেত্রকোনা সদর উপজেলার গোপালপুর ছোটগাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি নেত্রকোনা সদরের রৌহা ইউনিয়নের ছোটগাড়ায় পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়। মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জয়নাল জানান, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।কামাল হোসাইন/এফএ/এবিএস