জয়পুরহাট সদর উপজেলার উত্তর খাস পাহনন্দা সীমান্ত এলাকা থেকে অর্ধ কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, টি-শার্ট আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন দফতরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান। বিজিবি অধিনায়ক বলেন, মঙ্গলবার ভোরে চোরাকারবারীরা ভারত থেকে অবৈধ পথে শাড়ি, থ্রি-পিস ও টি-শার্টগুলো নিয়ে এসে পাহনন্দা সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে একটি বাড়িতে রাখে। সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল চোরাকারবারীদের। এমন সংবাদ পেয়ে বিজিবি’র টহল দল ঘটনাস্থল থেকে মালামালগুলো আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকসহ চোরাকারবারীরা পালিয়ে যায়। আটক মালামালগুলোর মধ্যে ১ হাজার ১৪৬টি শাড়ি, ৯৭টি থ্রি-পিস ও ১৯৪টি-শার্ট রয়েছে।রাশেদুজ্জামান/এসএস/এবিএস