দেশজুড়ে

রামগঞ্জে দুই বাড়িতে ডাকাতি, গৃহকর্তা জখম

লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাধা দিলে আলী আহাম্মদ (৬৫) নামে এক গৃহকর্তাকে কুপিয়ে জখম করে টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাতরা।সোমবার গভীর রাতে উপজেলার ভাদুর ইউনিয়নের রাজাপুর গ্রামের কামরুল ইসলাম ও আলী আহাম্মদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।  আহত আলী আহম্মদকে রামগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে, খবর পেয়ে সকালে লক্ষ্মীপুর জেলা সহকারি পুলিশ সুপার (সার্কেল) খন্দকার শাহ নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় ১০-১২ জনের একদল ডাকাত কামরুল ইসলাম ও আলী আহাম্মদের বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এসময় বাধা দিলে গৃহকর্তা আলী আহম্মদকে কুপিয়ে জখম করা হয়। পরে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। আহত আলী আহম্মদকে রামগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে রামগঞ্জ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) সোলায়মান চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।কাজল কায়েস/এফএ/এবিএস