লক্ষ্মীপুরে শাখাড়িপাড়ার শশ্মানঘাট এলাকায় রহমতখালী খালের পানিতে ডুবে মাহি (২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা তৎপরতা চালিয়েও শিশুটির সন্ধান মেলেনি। এর আগে সোমবার সন্ধ্যায় বাসার সামনে খালে পড়ে সে নিখোঁজ হয়। মাহি লক্ষ্মীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের আলী আহাম্মদের ছেলে।লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার জন্য ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা তৎপরতা চালাচ্ছেন।কাজল কায়েস/এআরএ/এবিএস