ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. জুয়েল মিয়া (২২) নামে এক বখাটের এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহম্মেদ এ কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে।আদালত সূত্রে জানা যায়, জুয়েল বেশ কিছুদিন ধরে চাতলপাড় মাদরাসা-ই-মিরানিয়া কচুয়া দরবার শরীফ দাখিল মাদরাসার সপ্তমশ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গত ৩ অক্টোবর জুয়েল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে ছাত্রীর বাবা ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেন।এ ঘটনায় সোমবার বিকেলে পুলিশ উপজেলার কচুয়া গ্রাম থেকে জুয়েলকে আটক করে। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি