টাঙ্গাইলে র্যাবে সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত জঙ্গি আহসান হাবিব শুভ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চারদিন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের হিমগারে রাখার পর বুধবার বিকেলে নিহতের বাবা আলতাফ হোসাইন মরদেহটি গ্রহণ করেন।মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, টাঙ্গাইল শহরের কাগমারা মির্জামাঠ এলাকার অবসরপ্রাপ্ত বিদ্যালয় শিক্ষক আজহারুল ইসলামের তিনতলা ভবনের নিচ তলার দু’টি কক্ষ ভাড়া নেয় দুই জঙ্গি সদস্য। গত শনিবার র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয় ওই দুই জঙ্গি। নিহত জঙ্গিদের একজন নওগাঁ জেলার রাণীনগর ইউনিয়নের রাজাপুর গ্রামের আলতাফ হোসাইনের ছেলে আহসান হাবিব শুভ (২৪)।নিহতের বাবা আলতাফ হোসাইন বুধবার বিকেলে ছেলের মরদেহটি দাফনের জন্য গ্রহণ করেছেন। অপর নিহত জঙ্গি সদস্যের পরিবার এখন তাদের সঙ্গে যোগাযোগ না করায় মরদেহটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল হিমাগারে রয়েছে।আরিফ উর রহমান টগর/এএম/এবিএস