দেশজুড়ে

ফরিদপুরে বাউলদের আখড়ায় দুর্বৃত্তদের আগুন

ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পরানপুর গ্রামে “আরশী নগরের পড়শী বাড়ি” নামে বাউল ফকিরদের আখড়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাউল সুভাষ বিশ্বাস ভক্ত-শিষ্যদের নিয়ে বসতেন ঘরটিতে।বুধবার ভোরে দুর্বৃত্তরা আখড়ার ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। পরে গ্রামবাসীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পাটকাঠির তৈরি আখড়া ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।বাউল সুভাষ বিশ্বাস জানান, স্থানীয় কয়েক বখাটে অনুমতি না নিয়েই মাঝে মাঝে আখড়ায় এসে আড্ডা দিতো। এদেরই একজন নিষিদ্ধ মাদকদ্রব্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে। এরপর তাদেরকে আখড়ায় আসতে নিষেধ করা হলে ক্ষিপ্ত হয় বখাটেরা। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।এদিকে এ ঘটনায় স্থানীয় বাউলদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বাউল ফকিরের বাড়িতে আগুন দেয়ার ঘটনা দুঃখজনক উল্লেখ করে ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ফরিদপুরের বাউলরা।এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এসএম তরুণ/বিএ