শরীয়তপুর-চাঁদপুরের ইব্রাহিমপুর নৌ-রুটে তিনটি ফেরির মধ্যে একটি ফেরি কেতুকী বিকল হওয়ায় এ ঘাটে মঙ্গলবার থেকে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে।বর্তমানে ইব্রাহিমপুর ঘাটে প্রায় ৩শ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির লাইনও বেড়ে চলেছে। ট্রাকের ড্রাইভার মজিদ সরকার, মিজান আহম্মেদ ও বজলু সিকদার জানান, তিনদিন যাবৎ ট্রাক নিয়ে বসে আছি। পার হওয়ার কোনো লক্ষণ দেখছি না। এ ব্যাপারে ইব্রাহিমপুর ফেরি ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার সম আব্দুস ছাত্তার জানান, বড় ফেরি কেতুকীর ইঞ্জিনে সমস্যা থাকায় ছোট ফেরি দুটি দিয়ে বড় গাড়িগুলো পারাপার করা যাচ্ছে না। সেজন্যই এই যানজটের সৃষ্টি হয়েছে। আসা করছি আজকের উক্ত ফেরিটি চালু করা যাবে।ছগির হোসেন/এফএ/আরআইপি