ফরিদপুর সদর উপজলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।এর আগে বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মনসুর শেখ (৫৫) এবং তার স্ত্রী জাহানারা বেগম।ফরিদপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। তাদের দুই ছেলে মেয়ের মধ্যে ছেলে ঢাকায় থেকে চাকরি করেন এবং মেয়ে পাশের গ্রামে শ্বশুর বাড়িতে থাকেন। কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এসএম তরুন/এফএ/আরআইপি