রংপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের আট নেতাকর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্নস্থানে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, কোতয়ালী থানায় জামায়াত-শিবিরের চারজন, মিঠাপুকুরে জামায়াতের একজন ও পীরগঞ্জে বিএনপির তিনকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারদের নাম জানাতে চাননি তিনি। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।এদিকে, রংপুর জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম জানান, জেলা পুলিশের বিশেষ অভিযানে একই সময়ে জেলার বিভিন্নস্থান থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, ডাকাতি, চুরি, ছিনতাই, হত্যা ও খুনসহ জিআর ও সিআর মামলা রয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, বদরগঞ্জ থানা পুলিশের অভিযানে একই সময়ে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।এমএএস/পিআর