দেশজুড়ে

স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়ায় রিতা (২২) নামে এক গৃহবধূর রহস্যজন মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জেলা শহরের মধ্যপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রিতা ওই এলাকার মোস্তাকিম মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকেই মোস্তাকিম পলাতক রয়েছেন।সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জাগো নিউজকে জানান, বুধবার রাতে ওই গৃহবধূ ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরে ঘরের দরজা ভেঙে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। ঘটনার পর থেকেই নিহত রিতার স্বামী মোস্তাকিম পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি