‘ধুম্রজাল ছিঁড়ে এগিয়ে চলি সত্তার সন্ধানে’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’ পাঁচদিনব্যাপী সাংস্কৃতিক মেলার আয়োজন করেছে। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।মেলার আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়। আগামীকাল ১০ ফেব্রুয়ারি থাকছে আনন্দ র্যালি ও নাটক বিউটি বাজার (জলসিঁড়ি), ১১ ফেব্রুয়ারি ফানুস উৎসব, ১২ ফেব্রুয়ারি হিমালয় থেকে সুন্দরবন (সঙ্গীত জলসিঁড়ি), ১৩ ফেব্রুয়ারি গল্পে গল্পে গান (আমন্ত্রিত অতিথি শিল্পী), ১৪ ফেব্রুয়ারি নাটক প্রতিচ্ছবি (জলসিঁড়ি)।আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেবেন জলসিঁড়ি উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাংলা বিভাগের শিক্ষক ড.খালেদ হোসাইন, প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মনিরুজ্জামান। এ মেলা প্রতিদিন সন্ধ্যা ৭টায় মুক্তমঞ্চ ও মুক্তমঞ্চ সংলগ্ন ক্যাফে চত্বরে অনুষ্ঠিত হবে। এমএএস/পিআর