সরকার কৃষকদের ভাগ্যোন্নয়নে ভর্তূকি অব্যাহত রেখেছে উল্লেখ করে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সরকার কৃষকদের ভাগ্য পরিবর্তন করেছে।বৃহস্পতিবার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রণোদনা কর্মসূচি-২০১৬ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রী দেশের কৃষক ও শ্রমিকদের ভাগ্যোন্নয়নে যেখানে ভর্তূকি দিয়ে যাচ্ছেন সেখানে দুর্নীতিবাজ প্রতারকদের অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি প্রকৃত তালিকাভূক্ত ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের কাছে সরকারি প্রণোদনা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে চলতি বছরের খরিপ-২ মৌসুম ও রবি মৌসুমে প্রতি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি সার, এমপিও সার ১০ কেজি, ভুট্টার জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমপি সার এবং খেসারীর জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ১০৪০ জন, পাকশী ইউনিয়নের ১২০ জন ও সাঁড়া ইউনিয়নের ২৫০ জন প্রান্তিক সুবিধাভোগী কৃষক এসব প্রণোদনা সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণ করেন। ভূমিমন্ত্রী সরকারি এসব প্রণোদনা তালিকা তৈরির সময় কাউকে কোনো টাকা পয়সা দিতে বারণ করেন এবং প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে এরকম অসুদপায় কেউ অবলম্বন করেছে কি না তা জানতে চান। লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিভূতি ভূষণ সরকার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এএ মাসুম বিল্লাহ, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশীর আহমেদ বকুল, ঈশ্বরদী থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলজার হোসেন ও ঈশ্বরদী থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক জুলমত হোসেন উপস্থিত ছিলেন।আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর