দেশজুড়ে

জয়পুরহাটে মিয়ানমারের ২ শিশুসহ আটক ৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে মিয়ানমারের দুই শিশুসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২০) সদস্যরা। বৃহস্পতিবার ভোর রাতে ভারতে প্রবেশ করার সময় এসব বিদেশী নাগরিককে আটক করা হয়। সংবাদ সন্মেলনের মাধ্যমে দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ।আটকরা হলেন, মোহাম্মদ আলীর ছেলে আব্দুল হামিদ (২৫), কবির আহমদের স্ত্রী নূর বেগম (২২), ইলিয়াছ হোসেনের স্ত্রী হামিদা (২৫), কবির আহমদের শিশু ছেলে রেজাউল করিম (৭)  এবং  ইলিয়াছের শিশু ছেলে (১)। জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক বলেন, বৃহস্পতিবার ভোর রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়। তবে এসব নাগরিক মিয়ানমারের কোন এলাকার বাসিন্দা তদন্তের স্বার্থে এসব জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ ও বিজিবি। রাশেদুজ্জামান/এএম/এবিএস