চুয়াডাঙ্গায় যুবলীগকর্মী আজিজুল হত্যা মামলার আসামি তোরাব আলীকে (৪১) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার বেলা ১টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের ইনচার্জ কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার ডিঙ্গেদহের মানিকদি গ্রামের ফকিরচাঁদ মন্ডলের ছেলে তোরাব আলীকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানায় করা ৩১/২০১৫ নম্বর হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সদর থানা পুলিশের উপপরিদর্শক মামুন বলেন, হত্যা মামলায় গ্রেফতার তোরাবকে আদালতে সোপর্দ করা হবে।সালাউদ্দিন কাজল/এএম/এবিএস