লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরজি শেখ সুন্দর গ্রামের শিশু গৃহপরিচারিকা আর্জিনাকে নির্যাতনের ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্যাতিতা শিশুর মা আনজু আরা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন। জানা যায়, ২০০৯ সালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরজি শেখ সুন্দর গ্রামের আনছের আলীর মেয়ে আর্জিনা বেগম (৬) টাঙ্গাইল জেলার বিশ্বাস বেতকার শিবনাথ পাড়ার আমির উদ্দিনের ছেলে তাজুল ইসলামের বাড়ি কাজের মেয়ে হিসেবে কাজে যোগ দেয়। সেখানে প্রায় ৭ বছর ধরে কাজ করছে আর্জিনা। গত এক বছর ধরে আর্জিনাকে তাজুল ইসলামের স্ত্রী আমেনা বেগম ও মেয়ে লাভলী আক্তার নির্যাতন করে আসছে এমন অভিযোগ ওঠে।গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে দাদা নুর মোহাম্মদ আর্জিনাকে আনতে গিয়ে দেখেন সে বিছানা থেকে উঠতে পারছে না। ১ অক্টোবর সকালে আর্জিনাকে ডিমলার সুটিবাড়ি নানার বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় আর্জিনার শরীরের বিভিন্ন স্থানে পোড়ার দাগ, শরীরের চামড়া তুলে নেয়ার চিহ্ন দেখা যায়। সেই সঙ্গে ডান হাত ও কোমড়ের হাড় ভাঙা, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন মাথার চুল কাটা অবস্থায় দেখা যায়।এমন অবস্থায় গত ২ অক্টোবর রোববার দুপুরে আর্জিনাকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। ৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য আর্জিনাকে নীলফামারীর ডিমলা হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, গণমাধ্যমে শিশুটির নির্যাতনের বিষয়টি প্রচার হওয়ার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। তবে আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, আর্জিনা বেগম টাঙ্গাইল জেলার তাজুল ইসলামের বাড়িতে কাজ করতো। প্রায় ৭ বছর ধরে ওই বাড়িতে কাজ করছে সে। ১ বছর ধরে আর্জিনার ওপর নির্মম নির্যাতন করে আসছিল এমন অভিযোগ ও নির্যাতিতার ছবি দেখে মামলাটি গ্রহণ করা হয়েছে। আরিফ উর রহমান টগর/এএম/পিআর