আন্তর্জাতিক

আবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন কেজরিওয়াল

ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম-আদমি পার্টি (এএপি)। ফলে আবারও মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদেন বলা হয় শেষ খবর পর্যন্ত ৭০ আসনের মধ্যে ৬৭টি আসন পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে এএপি। বিজেপি পেয়েছে ৩টি আসন।মঙ্গলবার সকালে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে।এর আগে ২০১৩ সালের শেষের দিকে দিল্লির বিধানসভা নির্বাচনে জয় পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু দুর্নীতি বিরোধী লোকপাল বিল পাস করতে না পারায় গত বছর ফেব্রুয়ারিতে ক্ষমতাগ্রহণের মাত্র ৪৯ দিনের পদত্যাগ করেন তিনি।বিএ/আরআইপি