জয়পুরহাট সদর উপজেলার মাধাই নগর-হাঁটু ভাঙ্গা গ্রামে দাম্পত্য কহলের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী। শুক্রবার বেলা ১১ টায় শয়ন কক্ষ থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহতরা হলেন- মাধাই নগর হাঁটু ভাঙ্গা গ্রামের আলেছ উদ্দিনের ছেলে আব্দুল হামিদ ও তার স্ত্রী নাসিমা পারভীন।এলাকাবাসী জানান, প্রায় ৩/৪ মাস ধরে নাসিমা পারভীন ঘন ঘন বাবার বাড়ি যাতায়াতসহ অস্বাভাবিক ফোনালাপ করছিলেন। নাসিমা পারভীন পরকিয়া প্রেমে আসক্ত বলে এলাকাবাসীসহ স্বামী হামিদও সন্দেহ করতে থাকেন। এরই এক পর্যায়ে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল হামিদ ওড়না দিয়ে শ্বাসরোধ করে নাসিমাকে হত্যা করে। পরে নিজেও ঘরের ছাদের বাঁশের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় লাগিয়ে আত্মহত্যা করেন। জয়পুরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রায়হান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটলেও পুলিশ সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রাশেদুজ্জামান/এসএস/এমএস