দেশজুড়ে

শরণখোলায় ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বাগেরহাটের শরণখোলায় মা ইলিশ রক্ষা অভিযানকালে উপজেলা মৎস্য বিভাগ ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। তবে এসময় অভিযানের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যায়।শুক্রবার দুপুরে বলেশ্বর নদীর তাফালবাড়ী লঞ্চঘাট এলাকা থেকে ইলিশ আহরণের উদ্দেশ্যে মজুদ রাখা ওই জাল জব্দ করা হয়। পরে তা স্থানীয়দের উপস্থিতিতে মৎস্য বিভাগের উদ্যোগে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা।মৎস্য বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বলেশ্বর নদীর লঞ্চঘাট সংলগ্ন শরীফ বাড়ী এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় একটি ট্রলারে মজুদ রাখা ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কমকর্তা বিনয় কুমার জানান, মা ইলিশ রক্ষার্থে আগামী ২ নভেম্বর পর্যন্ত উপকূলীয় এলাকায় ব্যাপক নজরদারি রাখাসহ অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।অভিযানে তাফালবাড়ী পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম শেখ, জেলে মো. হারুন মুন্সী, মো. ওহিদুল মুন্সী, মো. হালিম শরীফ ও মো. মহিদুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।শওকত আলী বাবু/এফএ/পিআর