দেশজুড়ে

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনী ও  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। তার কাছ থেকে ১টি সাবমেশিনগান ও ১টি এসএলআর উদ্ধার করেছে সেনাবাহিনী।শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খাগড়াছড়ি সেনা রিজিওনের স্টাফ অফিসার মেজর ফেরদৌস হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকেলে মহালছড়ি জোনের অধীন ভুয়াছড়ি এলাকার অনিকা মেম্বারপাড়ায় ইউপিডিএফের সদস্যরা বড় ধরনের সন্ত্রাসী তৎপরতার উদ্দেশ্যে জড়ো হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মহালছড়ি জোনের মেজর ইমতিয়াজ ও লে. হিজবুল্লাহ তানজামের নেতৃত্বে একটি পেট্রোল টিম ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সেনাবাহিনী পাল্টা গুলি ছুড়লে এক ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তবে তার পরিচয় জানা যায়নি। তার কাছ থেকে একটি সাব-মেশিনগান উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনী ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। সেখান থেকে আরো একটি এসএলআর উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী ঘটনাস্থল ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে।মুজিবুর রহমান ভুইয়া/এএম