দেশজুড়ে

প্রবারণা পূর্ণিমার কারণে পেছাল পাহাড়ে হরতাল

বৌদ্ধ ধর্মের অনুসারীদের পবিত্র প্রবারণা পূর্ণিমা ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ১৬ অক্টোবরের হরতাল পিছিয়ে (১৯ অক্টোবর) বুধবার পালন করার ঘোষণা দিয়েছে পার্বত্য পাঁচ বাঙালি সংগঠন। একই সঙ্গে পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৯ অক্টোবর) রাঙামাটি ও বান্দরবান এবং বৃহস্পতিবার (২০ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের পালনের ঘোষণা দেয়া হয়েছে।  শুক্রবার (১৪ অক্টোবর) ঢাকায় পাঁচ বাঙালি সংগঠনের আহ্বায়ক আলকাছ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে এক জরুরি সভায় এ ঘোষণা দেয়া হয়। বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের প্রতি সম্মান প্রদর্শন করে ওদিনের হরতাল পেছানো হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া। প্রসঙ্গত, বিতর্কিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইন ২০১৬ বাতিল এবং বান্দরবানের বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে বৃহস্পতিবার ও রোববার (১৩ও ১৬ অক্টোবর) তিন পার্বত্য জেলায় হরতালের ডাক দেয় পাঁচ বাঙালি সংগঠন।মুজিবুর রহমান ভুইয়া/এএম