রাজনীতি

খালেদাকে দুইঘণ্টার আল্টিমেটাম সৈনিক লীগের

চলমান অনির্দিষ্টকালের অবরোধ ও হরতাল মঙ্গলবার দুপুর ২টার মধ্যে প্রত্যাহার করা না হলে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করার হুমকি দিয়েছেন সংগঠনটির সভাপতি মজিবুর রহমান মাতব্বর। দুপুর ১২টায় গুলশান-২ নম্বর চত্বরে অবস্থান নেওয়ার পর সমাবেশে এই হুমকি দেন তিনি। সমাবশে বনানী, মিরপুর, দারুসসালাম থানা ও সাভার উপজেলার বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।এর আগে বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করতে গেলে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের বাঁধা দেয় পুলিশ। ফলে গুলশান চত্বর থেকে কিছু দূর অগ্রসর হওয়ার পর পুনরায় গুলশান-২ নম্বরে চত্বরে অবস্থান নেয় তারা। এমএম/বিএ/আরআইপি