দেশজুড়ে

কুড়িগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই রফিকুল নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ বড় ভাই মোকছেদ আলীকে গ্রেফতার করেছে।  কুড়িগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম আব্দুস সোবহান জানান, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের মৃত কেসমত আলীর দুই ছেলে মোকছেদ আলী (৪৮) ও রফিকুল (৪০) এর মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে মোকছেদ আলী ধারালো ছুরি দিয়ে ছোট ভাই রফিকুলের উপর আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে রফিকুলের মৃত্যু হয়। পুলিশ অভিযান চালিয়ে ভাই মোকছেদ আলীকে গ্রেফতার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। নাজমুল হোসেন/এসএস/এবিএস