টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার আনিসুর রহমানের সাততলা ভবনের পঞ্চম তলা থেকে পড়ে সৈয়দ সালমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সালমান সাবালিয়া এলাকার ভাড়াটিয়া ও কালিহাতী উপজেলা পাঠন গ্রামের সৈয়দ রানার ছেলে।এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার আনিসুর রহমানের সাততলা ভবনের ৫ম তলার ভাড়াটিয়া ও গাড়ি ব্যবসায়ী সৈয়দ রানার ছেলে সৈয়দ সালমান খেলতে খেলতে ৫ম তলার বারান্দায় চলে আসে। বারান্দায় গ্রিলের নিচে ফাঁকা থাকায় সে ৫ম তলা থেকে নিচে পড়ে যায়। এ সময় স্বজনরা গুরুতর অবস্থায় সালমানকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।আরিফ উর রহমান টগর/এসএস/এমএস