জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক মো: আবদুস সাত্তার পাটওয়ারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটে রাজধানীর ধানমন্ডির প্রিন্স প্লাজা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।সূত্র জানায়, আটক করার পর সাত্তারকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তবে তাকে কি কারণে আটক করা হয়েছে সে ব্যাপারে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি। অপর এক সূত্র জানায়, গত ৫ জানুয়ারি অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণার পর থেকে ধানমন্ডিতে অস্থায়ীভাবে বসবাস করেছিলেন তিনি। সেখান থেকেই তিনি দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মিডিয়া ও বিভিন্ন নেতাদের কাছে পৌঁছাতেন। এমএম/এএইচ/পিআর