দেশজুড়ে

বাসের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত

ভোলার চরফ্যাশনের হেলিপ্যাড সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছে। শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হল জাহানপুরের ৭নং ওয়ার্ডের কবির হোসেনের ছেলে মো. রাজিব (১৭) ও ভুঁইয়ারহাটের ইসমাইল হোসেনের ছেলে আল-আমিন (১৭)। তারা চরফ্যাশন সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এআরএ/আরআইপি