দেশজুড়ে

ইলিশ মাছ ধরায় ৩৫ জেলে আটক

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ৩৫ জেলেকে আটক করেছে মা ইলিশ রক্ষা কমিটির সদস্যরা। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়।এদের মধ্যে ভোলা সদরে আটক ১৭ জেলের মধ্যে ১৫ জনকে এক মাস করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন। চরফ্যাশনে আটক ১৫ জেলের মধ্যে ১১জনকে ৫ হাজার করে জরিমানা করা হয়। এছাড়া তজুমদ্দিনে ৩ জেলেকে আটক করা হয়। এ নিয়ে গত ৪ দিনে আটক জেলের সংখ্যা ১১০ জন। কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে ৭০ জনকে। ভোলা সদরের ইলিশা থেকে আটক ও সাজাপ্রাপ্ত জেলেরা হলেন- আল-আমিন, সাগর, হাসান, মো. হাসান, ইদ্রিস, সোহাগ। তবে এদের সবার বয়স ১৮ বছরের নিচে বলে জানান পরিবারের সদস্যরা। স্থানীয়রা জানান, ইদানিং নদীতে জাল ফেলে নৌকা ট্রলারে শিশুদের বসিয়ে অভিভাবকরা আত্মগোপনে থাকে। ফলে বেশিরভাগ ক্ষেত্রে আটক শিশুদের সাজা না দিয়ে ছেড়ে দেয়া হয়। অমিতাভ অপু/এসএস/এমএস