লক্ষ্মীপুরের কমলনগরে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ফরিদা ইয়াছমিন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার চর জাঙ্গালীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইয়াছমিন প্রবাসী মোজাম্মেল হোসেনের স্ত্রী। কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ফরিদা ইয়াছমিন বাসে ওঠেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে তিনি বাস থেকে নামেন। রাস্তা পার হওয়ার সময় লক্ষ্মীপুর থেকে হাজিরহাটগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।কাজল কায়েস/এসএস/আরআইপি