জাতীয়

চোরাই সিএনজিসহ ৩ চোর আটক

রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে ১টি চোরাই সিএনজি চালিত অটোরিকাসহ চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার সকাল ১০টায় র‌্যাব-২ আভিযানিক দল তাদের আটক করে। আটককৃতরা হলেন- মো. ইয়াসিন (২৫), মো. আনিছ (৩০), মো. সরোয়ার (২৮)।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর বেড়িবাধ বুড়িগঙ্গা ফিলিং ষ্টেশানের কাছে কতিপয় চোরচক্র চোরাই সিএনজি ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মোঃ ইয়াসিন, মোঃ আনিচ ও মোঃ সরোয়ারকে ০১টি চোরাই সিএনজিসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর মিরপুর, গাবতলী, মোহাম্মদপুর, কাওরান বাজার, ফার্মগেট এলাকায় সিএনজি চুরি ও চোরাই সিএনজি ক্রয়-বিক্রয় করছিল।এছাড়াও উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখবে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।জেইউ/আরএস/পিআর